ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার জনগণের ভয়ে অস্থির: আমির খসরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার এখন পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাসের ওপর নির্ভরশীল। জনগণেরও ওপর তাদের কোন নির্ভরশীলতা নেই। জনগণের ভয়ে সরকার অস্থির। তাদের মধ্যে এমন ভয়-ভীতি ডুকেছে পবিত্র ঈদের দিনকেও তারা সম্মান দেখাতে পারছে না, ভয় পাচ্ছে।  

আজ রবিবার দুপুরে নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু আরো বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও জনগণকে সাথে নিয়ে ঈদ পালন করা যে মানুষের অধিকার। সেইটাও তারা ভয় পাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা রাস্তায় গেলে হাজার-হাজার জনতা বেরিয়ে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে আর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেবে না। কারণ বের হলেই তাদের জন্য সমস্যা। বর্তমানে গণতান্ত্রিক অধিকার ও মালিকানা ফিরে পেতে মানুষ বদ্ধপরিকর।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি